শ্রাবন্তী সাহা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারদা মামলায় রাজ্য সরকারকে তোপ কলকাতা হাইকোর্টের। আমানতকারীদের টাকা ফেরতের জন্য কমিশন গঠিত হলেও কেন কাজ শেষ হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া হল, প্রশ্ন আদালতের।
প্রায় তিন বছর পর বৃহস্পতিবার হাইকোর্টে উঠেছিল সারদা মামলা। এর আগে রাজ্যের কাছে হলফনামায় বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছিল আদালত। সারদা চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আজ রাজ্যের তরফে অমিতেষ বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে জানান, "ইতিমধ্যেই ২৫১ কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে।পাশাপাশি ২৮৭ কোটি টাকা শ্যামল সেন কমিটিকে দেওয়া হয়েছে। এছাড়াও ২.৩৯ কোটি স্টেট ব্যাংকের কাছে বকেয়া রয়েছে। "বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এর পরই রাজ্যের কাছে একাধিক  প্রশ্ন রাখে। শ্যামল সেন কমিশন বন্ধ শুনে তার প্রশ্ন, "যে কাজের জন্য শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল, তা সম্পূর্ণ হওয়ার আগেই কেন বন্ধ কমিশন?'' 
কেন মেয়াদ বাড়ানো হলো না কমিশনের ? 
শ্যামল সেন কমিশনের কাছে সে অব্যবহৃত অর্থ আছে তার কি হবে ?
কমিশন কি আবার গঠন করার কোনও সম্ভবনা আছে ?
 যদি না হয়, তাহলে যে টাকা সরকার বরাদ্দ করেছিল তা কি অন্য কোনোভাবে ফেরত দেওয়া সম্ভব ? 


পাঁচ পুলিস কর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কেন্দ্রের : সূত্র


 শ্যামল সেন কমিশন কি পদ্ধতিতে টাকা ফেরত দিয়েছে ?
 কারা কারা টাকা ফেরত পেয়েছেন ?" -  বেআইনি অর্থলগ্নী সংস্থার মামলায় প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।
এব্যাপারে ৭ দিনের মধ্যে রাজ্যের জবাব তলব করছেন বিচারপতিরা। হলফনামা আকারে দিতে হবে জবাব।
পাশাপাশি রোজভ্যালির মামলায় ইডি যে ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, তা কীভাবে আমানতকারীদের ফেরত দেওয়া যায় তা জানাতে হবে রাজ্য সরকারকে।