নিজস্ব প্রতিবেদন: এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গজুড়ে নানা বিভ্রান্তির মধ্যেই ডুয়ার্সে গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বললেন, NRC নিয়ে চিন্তার কারণ নেই। NRC-র মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলিমদেরই তাড়ানো হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন তিনি বলেন, 'NRC নিয়ে হিন্দুদের কোনও চিন্তা নেই। প্রতিবেশী দেশ থেকে কোনও হিন্দু এদেশে এসে থাকলে তাদের অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসাবে দেখবে সরকার। ভারতের নাগরিক মুসলিমদেরও কোনও সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান ভারতে এসেছে তাদের কোনও ভাবেই এদেশে থাকতে দেওয়া হবে না।'


 



সায়ন্তনবাবু বলেন, 'তৃণমূল যতই আন্দোলন করুক অথবা যদি মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুসলমানদের জন্য যদি মরা কান্না কাঁদেন তবুও আমাদের কিছু করার নেই। আমরা বাংলাদেশের মুসলমানদের  কোনভাবেই এদেশে থাকতে দেব না।'


তৃণমূলনেত্রীকে তাঁর চ্যালেঞ্জ, 'মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে তো NRC আটকান, সংসদে নাগরিকত্ব বিলের বিরোধিতা করুন।'