জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টা ডিজিটালের খবরেই সিলমোহর। ঘোষণা হয়ে গেল তৃণমূলের প্রার্থীদের নাম। আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গেই হতে চলেছে পশ্চিমবঙ্গের দুই বিধানসভা আসনের উপনির্বাচন। এই উপনির্বাচনের জন্যই ঘোষণা হয়ে গেল রাজ্যের শাসকদলের প্রার্থীদের নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে তৃণমূলের বাজি ‘অভিমানী’ অভিনেত্রী সায়ন্তিকা। অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন রেয়াত হোসেন সরকার।


সম্প্রতি ব্রিগেডের সভা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম ছিল না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের(Sayantika Banerjee)। ব্রিগেডের সভা শেষ হওয়ার আগেই মঞ্চ ছেড়ে বেরিয়ে এসেছিলেন অভিমানী সায়ন্তিকা।


আরও পড়ুন: Kunal Ghosh: 'বিজেপির দেওয়া তালিকা ধরে তৃণমূল নেতাদের গ্রেফতারের পরিকল্পনা NIA-র'!


নিজের অভিমানের কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমেও। তবে পার্টি থেকে নিজেকে সরিয়ে নেননি নায়িকা। সম্প্রতি তৃণমূলের তরফ থেকে যে স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করা হয়, সেখানেও দেখা যায় সায়ন্তিকার নাম।


সূত্রের খবর ছিল লোকসভায় টিকিট না পেলেও বিধানসভা উপনির্বাচনে বরানগর কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।


দেশের লোকসভা ভোটের সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ১ জুন ভোট হবে বরানগরে এবং ৭ মে ভোট হবে ভগবান গোলা আসনে।


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটকর্মীদের 'অস্ত্র'! কমিশনের দেওয়া কিটে কী কী থাকছে?


সম্প্রতি তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বরানগরের বিধায়ক পদের জন্য উপনির্বাচন করতে হবে। ইতোমধ্যে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিজেপি নেতা, কাউন্সিলর সজল ঘোষের।


সূত্রের খবর ছিল এই সজলের বিপরীতে তৃণমূলের হয়ে লড়াইয়ে নামছেন সায়ন্তিকা। সেই খবরই এবার সত্যি হল।


২০২১ সালে বিধানসভা ভোটে তিনি জয় পাননি। ভোটে হেরে গেলেও বাঁকুড়ায় দিনের পর দিন থেকেছেন তিনি। দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছিল তাঁকে। এবার বরানগরে লড়বেন তিনি।


লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার সময়েই মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন যে অনেকেই প্রার্থী হওয়ার যোগ্য ছিলেন কিন্তু ৪২ টি আসনে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। তাঁদের বিধানসভায় সুযোগ দেওয়া হবে। লোকসভা ভোটে বাঁকুড়ায় প্রার্থী হতে পারেন, এমনটাই শোনা গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা করা হয় অন্য নাম। তখনই শোনা গিয়েছিল, সায়ন্তিকা প্রার্থী হতে পারেন বরানগর থেকে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)