ওয়েব ডেস্ক: দুই শিক্ষকের বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র রায়গঞ্জ। হাতিয়া স্কুলে ভাঙচুর চালাল উন্মত্ত জনতা। পরিস্থিতি মোকাবিলায় নামাতে হল র্যাফ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বধূর ঝুলন্ত দেহ উদ্ধার দুর্গাপুরে, শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর বাপের বাড়ির লোকেদের


স্কুলের অন্য শিক্ষকরা জানান, অমিত রায় নামে শাসকদলের সমর্থক এক শিক্ষক দিনের পর দিন স্কুলে আসতেন না। প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তাঁকে শো-কজ করে স্কুল শিক্ষা দফতর। এর পরই ওই স্কুলের হাজিরা খাতা চুরি যায়। থানায় অভিযোগ জানায় স্কুল কতৃপক্ষ। শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল স্কুল চত্বর। অভিযোগ, প্রধান শিক্ষক স্কুলে পৌঁছতেই তাঁকে জুতোপেটা করেন অমিত রায় নামে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী। খবর পেয়ে স্কুল ঘিরে ফেলেন গ্রামবাসীরা। অমিত রায় ও তাঁর স্ত্রীকে উত্তম মধ্যম দেয় তারা। ভাঙচুর চলে স্কুলে।



পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তাতেও কাজ না হওয়ায় পাঠানো হয় র্যাফ। অবশেষে লাঠি চালিয়ে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে বাহিনী।