জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে থাকতে দেখা যাচ্ছে অনেক রোগীদেরই। রায়গঞ্জ মেডিক্যালের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Weather: রাজ্যে ফের তাপপ্রবাহের আশঙ্কা? আর্দ্রতাজনিত গরমে ক্রমশ বাড়বে অস্বস্তি


আক্রান্তের সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। জ্বর, শরীরে প্রবল ব্যথা-সহ একাধিক উপসর্গ থাকছে রোগীদের। প্রত্যেকেরই রক্তের নমুনা পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে চিকিৎসাধীনদের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। 


পতঙ্গবাহিত অন্যান্য রোগের মধ্যে স্ক্রাব টাইফাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে। রোগীর পরিজনেরা জানাচ্ছেন, তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন। পুরো বিষয়টি নিয়ে তাঁরা যথেষ্টই উদ্বিগ্ন বলেও জানান। যদিও সংশ্লিষ্ট মহল তাঁদের আশ্বাস দিয়ে বলেছে, এই রোগ পতঙ্গবাহিত হলেও ছোঁয়াচে নয়, একজনের থেকে অন্য মানুষে ছড়ায় না।  


আরও পড়ুন: Dengue Death: এবারও সেই নদিয়া! রাজ্যে ডেঙ্গির বলি আরও ১


রায়গঞ্জ মেডিক্যালে এই রোগের চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা আছে বলে ভরসা দিলেও ক্রমান্বয়ে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যাবৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে চিকিৎসকমহলেও। যদিও এতে আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়ে দিয়েছেন রায়গঞ্জ মেডিক্যাল কর্তৃপক্ষ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)