চিত্তরঞ্জন দাস: 'মৃত বাবার পিন্ডি দান করে শুনেছি, কিন্তু একজন ছেলে হয়ে পিতৃঋণ শোধ করার বদলে কোনও ছেলে যে পিন্ডি চটকাতে পারে, এটা তৃণমূলে গিয়ে বুঝিয়ে দিলেন উদয়ন গুহ।' বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন উদয়ন গুহ। তাঁর সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার সরকার। পার্থ চট্টোপাধ্যায় জেলে, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের মতো নেতাকেও আটক করছে ইডি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের হাতে অস্ত্র তুলে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বিস্ফোরক অভিযোগ, বাম আমলে দলের কোটায় চাকরি হতো। যোগ্যতা না দেখেই চাকরি দেওয়া হতে। শরিক দলের সুপারিশেও চাকরি হয়েছে।


উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, 'বাম আমলে আমি ফরওয়ার্ড ব্লক করতাম। বলতে বাধা নেই। চাকরি ভাগ হতে। বড় অংশ পেত সিপিএম। কারণ তারা বড় পার্টি। জেলার দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে পরের অংশ পেত ফরওয়ার্ড ব্লক। বাকি সামান্য অংশ আরএসপি, সিপিআইয়ের জন্য ভাগ হতে। সেই কোটা অনুযায়ী যাদের নাম থাকত, তাঁরাই চাকরি পেতেন। শুধু দেখা হত মাধ্য়মিক পাস কিনা। কীভাবে পাস করছে তা দেখার দরকার নেই। একটা সার্টিফিকেট হলেই হবে। অর্থাত্ কোটায় চাকরি। সেটা কি যোগ্যতা! শুধুমাত্র একটা কোটা পেলেই হতে।'


উদয়ন গুহর ওই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায়। তাঁকে পালটা চ্যালেঞ্জ ছোড়েন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু তারপরেও নিজ বক্তব্যে অনড় থাকেন উদয়ন গুহ। শুধু তাই নয়, ফেসবুকে নাম প্রকাশ করে সরাসরি চ্যালেঞ্জও ছুঁড়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। উদয়নের দাবি, 'বাম আমলে কোটায় চাকরি হত। বাবাও অনেককে চাকরি করে দেন।'


আরও পড়ুন, কীভাবে নিয়োগ দুর্নীতির ছক কষেন সুবীরেশ? চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)