দিব্যেন্দু সরকার: দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবার চাকরি। অভিনব এমনই এক উদ্যোগ নিয়ে আরামবাগ মহকুমায় এই প্রথম এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে সরাসরি কর্মসংস্থান করা হল। তাতে খুশি চাকরি পাওয়া মানুষগুলি। আরামবাগে দুয়ারে সরকারে হাজির ছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডায়রেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত, আরামবাগের এসডিও রবি কুমার মিনা-সহ একাধিক আধিকারিক। এখান থেকে প্রথম পর্যায়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৭ জনকে চাকরি দেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গিয়ান বার সিনড্রোম মোকাবিলায় তত্‍পরতা কেন্দ্রের! তৈরি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল...


আরামবাগ মহকুমা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রথম পর্যায়ে ৭ জনকে দেওয়া হল শংসাপত্র ও জয়েনিং লেটার। এস ডিও এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নিজে হাতে ওই সাত জনকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে চাকরির অফার লেটার দিলেন। এরা প্রত্যেকেই নামী কোম্পানির সম্মানীয় পদেই নিয়াগপত্র পেলেন।


আধিকারিকরা জানালেন, এই এমপ্লয়মেন্ট ব্যাংকে অন লাইন নাম নথিভুক্ত করতে হয়। সেখান থেকে বাছাই পর্ব চলে। সেই ভাবেই প্রথম পর্যায়ে ৭ জনের হাতে এই নিয়াগপত্র দেওয়া হল। এদের মধ্যে এক মহিলা চাকরি প্রার্থী বিশাল দাস, প্রিয়া পাল বলেন, আমরা খুশি। জুনিয়র অফিসার হিসেবে জয়েন করব।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)