`বক্তৃতা শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে,` বেলুর মঠে মোদীর মন্তব্যকে `কুরুচিকর` কটাক্ষ পার্থর
বক্তৃতাতে `কুরুচিকর` বলে ঘটনায় তীব্র নিন্দা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় তিনি নিজেকে লজ্জিত মনে করছেন বলেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: স্বামীজির জন্মদিবসের ভাষণেও বেলুড় মঠের মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই বেজায় ক্ষোভ রাজনৈতিক মহলে। 'পবিত্র ভূমিকে রাজনৈতিক আখড়া বাননাো হচ্ছে' এই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি 'কুরুচিকর' বলে ঘটনায় তীব্র নিন্দা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় তিনি নিজেকে লজ্জিত মনে করছেন বলেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।
রবিবার সকালে বেলুড় মঠে যুবদের উদ্দেশে বক্তৃতা দেন নরেন্দ্র মোদী। এদিন সভামঞ্চ থেকে নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীদের এক হাত নেন তিনি। পরপর একাধিক মন্তব্য করেন এই বিষয়ে। কটাক্ষ করেন বিরোধী শিবিরকেও। এরপরই প্রতিক্রিয়ায় জি ২৪ ঘণ্টাকে ফোনে পার্থ চট্টোপাধ্যায় জানান, "নিজেকে লজ্জিত মনে হচ্ছে। আমার মাথা হেঁট হয়ে গিয়েছে। মঠকে রাজনৈতিকে আখড়া হিসেবে ব্যবহার করেছে প্রধানমন্ত্রী। আমি এই কথা পরবর্তীকালেও তুলব। বেলুড় মঠের সভামঞ্চ ব্যবহার করে তিনি রাজনীতির করেছে এটা অত্যন্ততই লজ্জার বিষয়।"
আরও পড়ুন: "বুঝেও বুঝতে চাইছে না রাজনৈতিক কারবারীরা," CAA নিয়ে বিরোধীদের একহাত নিলেন মোদী
তাঁর কথায় "ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং কুরুচীকর। প্রধানমন্ত্রীই হোন বা কোনও বরেণ্য নেতাই হোক, মঠের মঞ্চে রাজনৈতিক কাজে বক্তব্য করা যায় না। তাঁর কিছু বলরা থাকলে তিনি অন্যত্র সে কথা বলতে পারতেন। আমরাও তার অন্যত্র মোকাবিলা করতাম।"