ওয়েব ডেস্ক : জল্পনার অবসান। ফের ঘর ভাঙল কংগ্রেসের। তৃণমূলে যোগ দিলেন শঙ্কর সিং। ঘাসফুলে গেলেন আরেক বিধায়ক অরিন্দম ভট্টাচার্যও। কংগ্রেসে আরও ভাঙনের ইঙ্গিত দিয়েছে তৃণমূল। নদিয়ার কংগ্রেস আর শঙ্কর সিং। এক সময়ে সমার্থক ছিল। তৃণমূলের দাপটে জেলায় কংগ্রেস আগেই দুর্বল হয়েছে। এ বার নেতাও চললেন ঘাসফুলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর দেড়েক আগে চেষ্টা শুরু হলেও কংগ্রেস ছাড়েননি শঙ্কর সিং। বিধানসভা ভোটে রানাঘাট উত্তর-পশ্চিমে জয়ী হন তিনি। শান্তিপুরে জেতেন অরিন্দম ভট্টাচার্য। ইদানিং আর কংগ্রেসের কোনও কর্মসূচিতে শঙ্কর সিংকে দেখা যাচ্ছিল না। বুধবার অবসান হল সব জল্পনার। নদিয়া জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হয়েছেন শঙ্কর সিং। কংগ্রেস ছেড়ে অরিন্দম ভট্টাচার্য হয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক।


বিধানসভা নির্বাচনে নদিয়ার ১৭ আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয় তৃণমূল। ৩টিতে কংগ্রেস। ১টিতে সিপিএম। হাসানুজ্জামান, অরিন্দম, শঙ্কর সিং কংগ্রেস ছাড়ায় জেলার ১৬টি বিধানসভা আসনই চলে এল ঘাসফুলের দখলে। তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাইয়ের মঞ্চে আরও ৭ কংগ্রেস বিধায়ককে দলে যোগদান করানোর পরিকল্পনা রয়েছে। শঙ্কর-অরিন্দমের সঙ্গে জেলার কয়েক হাজার কংগ্রেস নেতা-কর্মী এ দিন তৃণমূলে যোগ দেন।


"কায়েমি স্বার্থেই শঙ্কর সিংরা যোগ দিলেন তৃণমূলে। তাঁর দল ছেড়ে যাওয়া দুর্ভাগ্যজনক।" বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 


আরও পড়ুন, নারদকাণ্ডে এবার টাইগার মির্জাকে নোটিস ED-র, হাজিরা এড়ালেন ইকবাল আহমেদ