নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেস। শুক্রবার দুপুরে বোলপুর স্টেশন ছেড়ে কলকাতার দিকে রওনা হতেই খুলে যায় শান্তিনিকেতন এক্সপ্রেসের ইঞ্জিন। তৎক্ষনাৎ আলাদা হয়ে যায় বগিগুলি। যদিও কোনও বগি লাইনচ্যূত হয়নি। সুরক্ষিত রয়েছেন যাত্রীরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে এ দিনও নিয়ম মতোই বোলপুর স্টেশনে শান্তিনিকেতন এক্সপ্রেসের ইঞ্জিন বদল করা হয়। এরপর হাওড়ার দিকে রওনা দেয় ট্রেনটি। কিন্তু ৪০০ থেকে ৫০০ মিটার এগোতেই চলন্ত ট্রেন থেকে খুলে যায় ইঞ্জিন। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। লাইনে নেমে পড়েন তাঁরা। খবর পেয়েই চলে আসেন রেলের আধিকারিকরা। কিছু সময় পর ফের ইঞ্জিন লাগিয়ে যাত্রা শুরু করে ট্রেন। 


আরও পড়ুন: দুপুর গড়াতেই নামল তুমুল বৃষ্টি, ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত ১, জখম ১০


তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলে যাত্রী সুরক্ষা। ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকেই। তবে কি ইঞ্জিন বদলের সময়েই কোনও সমস্যা হয়েছিল? উঠছে এমনই একাধিক প্রশ্ন।