কমলিকা সেনগুপ্ত 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোট বড় বালাই! ঘর ছাড়লেও যেন ফিরে ফিরে যেত হয় পুরনো ঘরেই। বঙ্গ রাজনীতির বর্তমান প্রেক্ষাপটটা এমনই। এই তো সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন শাওনি সিংহ রায়। মানস ভুঁইঞার পথে হেঁটে হাত ছেড়ে জোড়াফুলে নাম লিখিয়েছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকারও। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এসে তৃণমূলের হয়ে মাঠেও নেমেছেন কংগ্রেসিরা। এরই মধ্যে নির্দেশ এল, কাজ করুন তৃণমূলের হয়ে, তবে ভোট দিন কংগ্রেসেই। হ্যাঁ, ঠিকই পড়েছেন। কংগ্রেসচ্যুত বিধায়কদের কংগ্রেস প্রার্থীকেই ভোট দেওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূলের হাইকম্যান্ড। 


আরও পড়ুন- নবান্নে বৈঠক শেষ, ফেডারেল ফ্রন্টের পক্ষে সওয়ালে মমতা-কেসিআর


প্রসঙ্গত, সীতারাম ইয়েচুরিকে না পেয়ে রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে অভিষেক মনু সিংভিকে প্রার্থী করেছে কংগ্রেস। যার ফলে আলাদা করে প্রার্থী দিতে বাধ্য হয়েছে বামেরা। আর এই সুযোগেই লাল ফৌজকে আরও কোণঠাসা করে হাতে হাত মিলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কংগ্রেসের অভিষেক মনু সিংভিকে সমর্থন করবে তৃণমূল, এমনই বার্তা দিয়েছিলেন দলনেত্রী। এবার তাঁর নির্দেশ মতই রাজ্যসভা ভোটে অংশগ্রহন করতে চলেছে দলের বিধায়করা। পশ্চিমবঙ্গ থেকে পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকে জেতাতে তৃণমূলের উদ্বৃত্ত ভোট যাবে কংগ্রেসের ঘরেই। দলের বিধায়করা তো বটেই, এমনকী শাওনি সিংহ রায়, অপূর্ব সরকারের মত জনা দশেক কংগ্রেসচ্যুত বিধায়কদেরও অভিষেক মনু সিংভিকেই ভোট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে তৃণমূল।


আরও পড়ুন- প্রকাশ্য সভায় মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল জেলা সভাপতির