কুলতলিতে গুলি করে খুন তৃণমূলকর্মীকে!
এদিন সন্ধ্যায় হাট থেকে বাড়ি ফিরছিলেন সুরত। সেইসময় মোটর বাইকে চেপে জনা পাঁচেক দুষ্কৃতী এসে তাঁকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি করে।
নিজস্ব প্রতিবেদন : কুলতলিতে ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুলতলির জ্বালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তার হাট এলাকায়।
মৃতের নাম সুরত আলি মন্ডল(৪২)। ঘটনাস্থলের কাছেই তার বাড়ি বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় হাট থেকে বাড়ি ফিরছিলেন সুরত। সেইসময় মোটর বাইকে চেপে জনা পাঁচেক দুষ্কৃতী এসে তাঁকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে কুলতলি থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে। সুরত যুব তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন কুলতলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গণেশ মন্ডল। কী কারনে খুন তা তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন - তৃণমূলের পার্টি অফিসে ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপি কর্মী-সমর্থকরা