নিজস্ব প্রতিবেদন : ফের দুষ্কৃতী দৌরাত্ম্য বারাকপুরে। ভর সন্ধেয় প্রকাশ্যে শুটআউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চলল বারাকপুরের মণিরামপুর নতুন বাজারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বাইকে করে তিন দুষ্কৃতী এসে মণিরামপুর বাজারের বিপ্লব সাধুখাঁর স্টেশনারি দোকানের সামনে এসে দাঁড়ায়। এরপর দোকানের সামনে থেকেই ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। তবে বিপ্লব সাধু খাঁ দোকানের শো-কেসের নীচে বসে পড়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাণে বেঁচে যান তিনি।


আরও পড়ুন, চোরের 'চেষ্টা' ব্যর্থ করে পাশের দোকানের সিসিটিভিতে ধরা পড়ল চুরি!


গুলি চালিয়েই আবার বাইকে চড়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পুরনো শত্রুতার জেরেই হামলা চালানো হয় ওই ব্যবসায়ীর উপর। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।