ওয়েব ডেস্ক: অশান্তি থামছে না বাসন্তীতে। ফের গুলি চলল । সোমবার রাতে বাসন্তির যুব তৃণমূল নেতা আবুল হাসান মোল্লাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। জখম আবুল হাসান মোল্লাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন  মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।  অভিযোগ, বাসন্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান ওরফে মন্টু গাজির ছেলে নূর  ইলাহি গাজি ওরফে রাজা গাজি ও রাজার মামা ইকবাল আহমেদ মণ্ডল গুলি চালায় আবুল হাসানকে লক্ষ্য করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে থাকা ৮টি অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালিয়েছে পুলিস


অভিযোগ, সোমবার রাতে পেশায় ওষুধ ব্যবসায়ী আবুল হাসান মোল্লার বাড়িতে ওষুধ নিতে আসেন রাজা ও ইকবাল আহমেদ। আবুল হাসান মোল্লা ওষুধ দিতে রাজি না হওয়ায় তাঁকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় রাজা। এই  ঘটনাকে কেন্দ্র করে বাসন্তী যুব তৃণমূল কংগ্রেস ও মূল তৃণমূল কংগ্রেসের মধ্যে ফের নতুন করে গণ্ডগোলের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরে অভিযুক্ত নূর  ইলাহি গাজি ওরফে রাজা গাজিকে গ্রেফতার করে পুলিস।


আরও পড়ুন  রায়গঞ্জ কাণ্ডে গ্রেফতার আরও এক, এই নিয়ে চারজনকে গ্রেফতার করল পুলিস