নিজস্ব প্রতিবেদন :  দিনে দুপুরে শুট আউট। এই ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। মৃতের নাম নারায়ণ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রায়পুর এলাকায়। ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকালে রায়পুরের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে নিজের পুকুরে মাছেদের খাবার দেওয়ার জন্য যাচ্ছিলেন নারায়ণ বিশ্বাস। অভিযোগ, তখনই মুখ ঢাকা অবস্থায় চার দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাঠের মধ্যে পড়ে যান নারায়ণ বিশ্বাস। এরপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে।


আরও পড়ুন, 'পুলিসকে ঘুষ দিতে আমরাও তৈরি', ট্যাংরা 'অপহরণ' কাণ্ডে হাতে টাকা নিয়ে বিক্ষোভে মহিলারা


প্রসঙ্গত, বছর খানেক আগেও নারায়ণ বিশ্বাসের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। পুলিশের প্রাথমিক অনুমান প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।