ওয়েব ডেস্ক: পাহাড় নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় আজ দ্বিতীয় সর্বদল বৈঠক। বৈঠকে পাহাড়ের আন্দোলনের মুখ হিসেবে বিনয় তামাংকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার। তবে বৈঠকে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন গুরুংপন্থীরা। কালিম্পং আর দার্জিলিংয়ের বিধায়করা বৈঠকে যোগ দিচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, পৃথক গোর্খাল্যান্ডের দাবি কোনও ভাবেই আজকের বৈঠকে তোলা যাবে না। সে ক্ষেত্রে এই দুজন কী করেন , সেটাই দেখার।
বিনয়পন্থীদের ছ জনের প্রতিনিধি দল ছাড়াও বৈঠকে যোগ দিচ্ছে GNLF এবং JAP।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দিল্লিতে তৃণমূল কা‌র্যালয়ে মমতার পোস্টারে কালি, বিমল-রোশনের বিরুদ্ধে এফআইআর


সরকার চাইছে পাহাড়ে অচলাবস্থা দূর করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে। বিনয় তামাংয়েরও লক্ষ্য সেটাই। পাশাপাশি দ্রুত ত্রিপাক্ষিক বৈঠকের উদ্যোগের দাবি তুলবে বিনয় শিবির। সেইসঙ্গে চা শ্রমিকদের বোনাস, আন্দোলনে ধৃতদের মুক্তিসহ বেশ কিছু দাবি তোলা হবে।


আরও পড়ুন  সাঁইথিয়ায় নির্ভয়াকাণ্ডের ছায়া! যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে 'গণধর্ষণ' গৃহবধূকে