নিজস্ব প্রতিবেদন: হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। সোমবার তিনি বলেন, 'সময় এসেছে, এবার ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জয়া বচ্চন বলেন, 'ধর্ষকদের প্রকাশ্যে ভর্ৎসনা করা উচিত। তাদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।' একই সঙ্গে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 


সমাজবাদী পার্টির রাজ্যসভার এই সাংসদ বলেন, 'ধর্ষণের ঘটনায় বিচার দিতে সরকার কী করছে তা জানাতে হবে। হায়দরাবাদের যে ঘটনায় শোরগোল পড়েছে তার আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছে।' 


হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে সোমবার সংসদ তোলপাড় হয়। বিষয়টি প্রশ্নোত্তর পর্বে উত্থাপনের অনুমতি দেন অধ্যক্ষ। নারীদের বিরুদ্ধে অপরাধে আরও কড়া শাস্তির সুপারিশ করেন সাংসদরা।


এটিএম জালিয়াতির আতঙ্ক ফিরল কলকাতায়, যাদবপুরে একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে গায়েব বিপুল টাকা


জয়া বচ্চনের পাশাপাশি এদিন ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন এআইএডিএমকে সাংসদ বিজিলা সাত্যনাথ। সংসদে দাঁড়িয়ে কেঁদে ফেলেন তিনি। তিনি বলেন, এই দেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। হায়দরাবাদে  যে ৪ জন ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ৩১ ডিসেম্বরের আগেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। বিচারে দেরি করলে বিচার পাওয়ার আশা থাকে না। ধর্ষণ ঠেকাতে সামাজিক উদ্যোগ নেওয়ার দাবি জানান কংগ্রেস সাংসদ আমি ইয়াগনিক।


হায়দরাবাদ ধর্ষণ নিয়ে তোলপাড় হয়ে ওঠে সংসদের দুই কক্ষ।  উত্তপ্ত সংসদকে শান্ত করতে রাজনাথ সিং বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধ রুখতে সরকার সব ধরনের প্রস্তাব গ্রহণ করতে তৈরি।  ধর্ষণ রুখতে কড়া আইন আনতেও তৈরি সরকার।