নিজস্ব প্রতিবেদন : করোনা-মুক্ত হলেন সাধন পান্ডের স্ত্রী। সেই সঙ্গে কোভিড নেগেটিভ এসেছে তৃণমূল নেতা-মন্ত্রী সাধন পান্ডে ও তাঁর মেয়ে শ্রেয়া পান্ডের নমুনা রিপোর্টও। বৃহস্পতিবার নিজেই একথা জানালেন শ্রেয়া পান্ডে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোনও লক্ষণ না থাকা সত্ত্বেও সাবধানতার জন্য নিজেদের উদ্যোগেই বেসরকারি প্যাথলজি সেন্টার থেকে নিজেদের নমুনা পরীক্ষা করান সাধন পান্ডে ও তাঁর পরিবার। দিন দুই আগে ডক্টর লাল্স সেন্টার ফর প্যাথেলজি থেকে রিপোর্টেই সাধন পান্ডের স্ত্রীর কোভিড পজিটিভ আসে।  


এর পরেই হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেন পান্ডে পরিবার। সেই সঙ্গে নিয়মমাফিক কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের উদ্যোগেও তাঁদের সকলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আশঙ্কার প্রহর গুনতে থাকেন তাঁরা। ফোন আসতে থাকে বন্ধু, শুভানুধ্যায়ীদের।


 বৃহস্পতিবার সরকারি টেস্টে তাঁদের তিন জনের নমুনার রিপোর্টই নেগেটিভ আসে। হাঁফ ছাড়েন সকলে।


সকলকে তাদের প্রার্থনা ও পাশে থেকে সাহস যোগানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন সাধন কন্যা। তবে একই সঙ্গে আগামিদিনগুলিতেও কড়া কোভিড সতর্কতা মেনে চলবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : মাংস-ভাত বিতর্কের ৪৮ ঘন্টার মধ্যে এবার বদলি জেলার পুলিস সুপার