ওয়েব ডেস্ক : জেলায় জেলায় বর্ষবরণ। পয়লা বৈশাখে উত্‍সবমুখর রাজ্য। সকালেই বিশেষ উপাসনার মধ্যে দিয়ে বিশ্বভারতীতে শুরু হয় বর্ষবরণ উত্‍সব। প্রথম পর্যায়ে উপাসনার পর, ঘণ্টাঘর এলাকাতেও অনুষ্ঠান হয়। এছাড়াও রবীন্দ্রভবনে বেশ কয়েকটি বই প্রকাশ কর্মসূচি রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন্নগরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়। অংশ নেন স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল। পয়লা বৈশাখে আসানসোলের ধাদকা এলাকায় শোভাযাত্রা বের হয়। এতে পা মেলায় কচিকাঁচারা। গান-কবিতার আসর বসে রবীন্দ্রভবনে। শিল্পাঞ্চলজুড়েই বিভিন্ন অনুষ্ঠানের আসর বসে।


নাচ-গান-কবিতা-নাটকে বর্ষবরণ বহরমপুরেও। রবীন্দ্রসদনে রাতভর বসে আড্ডার আসর। অংশ নেন বহু শিল্পী। নতুন বছরকে স্বাগত জানাতে উত্‍সবের মেজাজে বাঁকুড়াবাসীও। হালখাতা পুজো করাতে সকাল থেকেই ব্যবসায়ীরা ভিড় করেন ভৈরব ঘাট, সতীঘাট, বড় কালীতলা ও এক্তেশ্বর মন্দিরে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বিবেকানন্দ মুক্ত মঞ্চে।