Zee24 Ghanta Impact: জলপাইগুড়িতে স্কুলেই শহিদ দিবস! এসআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ
পঠনপাঠন শিকেয়! রাজগঞ্জের একটি প্রাথমিক স্কুলে স্থানীয় তৃণমূল নেতারা শহিদ দিবস পালন করেছেন বলে অভিযোগ।
প্রদ্যুৎ দাস: সরকারি স্কুলে কেন তৃণমূলের শহিদ দিবস পালন? জি ২৪ ঘণ্টার খবরের জেরে নড়েচড়ে বসল জলপাইগুড়ি জেলা শিক্ষা দফতর। ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হল স্কুল পরিদর্শককে(SI)।
ঘটনাটি ঠিক কী? ২১ জুলাই পঠনপাঠন বন্ধ। পড়ুয়াদের ছুটি। জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসী কাটা পঞ্চায়েতের সন্তোষ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শহিদ দিবস পালন করেছেন স্থানীয় তৃণমূল নেতারা! তাও আবার সাউন্ড বক্স বাজিয়ে! এমনকী, অনুষ্ঠানের পর স্কুল চত্বরে বসে আবার খাওয়াদাওয়াও করেন তাঁরা।
আরও পড়ুন: Visva Bharati: রীতি ভেঙে কালীপুজো নিয়ে লেকচার সিরিজ! ফের বিতর্কে বিশ্বভারতী
স্কুলে কেন রাজনৈতিক অনু্ষ্ঠান? তৃণমূলের অঞ্চল সভাপতি মোরশেদ আলম বলেন, 'রাজগঞ্জ থেকে অনেকেই কলকাতায় যেতে পারেননি। তাঁদের জন্যই সন্তোষ পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ দিবস পালন করা হয়েছে'। তাঁর দাবি, 'প্রধান শিক্ষকের কাছে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি নেওয়া ছিল। কিন্তু তৃণমূল কর্মীদের খিচুড়ি খাওয়াতে গিয়ে দেরি হয়ে গিয়েছে'।
আরও পড়ুন: Rape: পড়ানোর ফাঁকেই স্কুলছাত্রীকে বারংবার ধর্ষণ, গ্রেফতার শিক্ষক
গতকাল, বৃহস্পতিবার জি ২৪ ঘণ্টার এই খবর সম্প্রচারিত হওয়ার পর স্কুল পরিদর্শকের কাছে রিপোর্ট তলব করল জলপাইগুড়ি জেলা শিক্ষা দফতর।