নিজস্ব প্রতিবেদন: শীতলকুচি কাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিস সুপার দেবাশিস ধরকে তলব। দেবশিস ধরকে তলব করল সিআইডি। ১৮ জুন সকাল সাড়ে ১১টায় তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগেই দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিতে চারজনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এমনকি পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সময় কোচবিহারের পুলিস সুপার ছিলেন দেবশিস ধর। তিনি জানিয়েছিলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। ইতিমধ্যে শীতলকুচি কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি।


আরও পড়ুন: ভোররাতে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কোপানোর অভিযোগ


আরও পড়ুন: নিজের কেন্দ্রে নেই; দলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ত্যাগ, এবার কি বেসুরো কালিয়াগঞ্জের BJP বিধায়ক!


সূত্রের খবর, ওই ঘটনার পূঙ্খানুপূঙ্খ তথ্য পেতেই এবার দেবাশিস ধরকে তলব করেছেন গোয়েন্দারা। ওই দিন ঠিক কী ঘটেছিল? কখন পুলিস খবর পেয়েছিল? কখন ঘটনাস্থলে কিউআরটি টিম পৌঁছয়? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই এবার প্রাক্তন পুলিস সুপারকে তলব করলেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিকের ব্যালিস্টিক টিম। এর আগে ১৭ মে  সিআইডি-র  বিশেষ তদন্তকারী দলও ঘটনাস্থলে গিয়েছিল | 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)