মনোজ মণ্ডল: পরিত্যক্ত ঘরে কীসের গন্ধ? পরিস্কার করার সময়ে পাওয়া গেল কঙ্কাল! কার? পাশেই পড়েছিল জামা-কাপড়। তা দেখে স্বামীকে শনাক্ত করলেন স্ত্রী! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? গাইঘাটার ধর্মপুরে গোপুল এলাকায় প্রতি বছরই কালীপুজো হয়। উদ্যোক্তা, আদিবাসী লোকনাথ সংঘ নামে একটি ক্লাব। পুজো হয়ে গিয়েছে রাতে। এদিন সকালে এলাকায় অনুষ্ঠানের তোড়জোড় চলছিল। পরিত্যক্ত ঘরের পাশে মাঠটি পরিস্কার করছিলেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, মাঠ পরিষ্কার সময়ে কটু গন্ধ পান। সেই গন্ধের উৎস সন্ধান করতে যখন পরিত্যক্ত ঘরটিকে ঢোকেন, তখনই কঙ্কালটি দেখতে পান। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। কঙ্কালটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিস।


আরও পড়ুন: Murshidabad: মুর্শিদাবাদে আত্মঘাতী চাকরিপ্রার্থী, অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত


এদিকে বছর পাঁচেক আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান গোপুল এলাকারই বাসিন্দা মনোজ সর্দার। রংয়ের কাজ করতেন তিনি। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি। গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের লোকেরা। এদিন কঙ্কাল উদ্ধারের পর মনোজের স্ত্রীকে খবর দেয় পুলিসই। জামা কাপড় দেখে ওই কঙ্কালটি তাঁর স্বামীর বলে দাবি করেছেন মনোজ স্ত্রী। কীভাবে মৃত্যু? খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকেরা।


এর আগে, শিলিগুড়ির  নকশালবাড়িতে বাজারে আবর্জনাস্তুপে পাওয়া গিয়েছিল মানুষের মাথার খুলি, হাড়গোড়। সেদিন আর্বজনাস্তুপে একটি বস্তি পড়ে দেখতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর যখন এলাকার কয়েকজন সেই বস্তাটি খোলেন, তখন দেখা যায়, ওই বস্তায় রয়েছে মানুষের মাথার খুলি, হাড়গোড়। খবর দেওয়া হয় থানায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বস্তাবন্দি হাড়়ঘোড় ও মাথার খুলি পাঠিয়ে দেয় পুলিস।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)