নিজস্ব প্রতিবেদন:  নদীর তীরে মাটি খোঁড়া হচ্ছিল। মাটির তলা থেকে বেরিয়ে আসছিল বর্জ্য অনেক জিনিসই। কিন্তু একটা বস্তা দেখতেই খটকা লাগে এক দিনমজুরের। বস্তার মুখ খোলেন তিনি। আর তা দেখেই, তিনি তো বটেই মাটি কাটার কাজে নিযুক্ত বাকি শ্রমিকরাও ছিটকে বসে পড়েন । মাথাভাঙ্গার সুটুঙ্গা নদীর তীরে উদ্ধার হয় নরকঙ্কাল। আর তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


কিছুদিন ধরেই সুটুঙ্গা নদীর ধারে মাটি কাটার কাজ চলছে। শুক্রবার সকালও কাজে যান শ্রমিকরা। কাজ চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। এদিন সন্ধ্যার ঠিক আগেই এক শ্রমিক মাটি কাটতে গিয়ে বস্তা দেখতে পান। কার্যত, তাঁর কোদালেই বস্তার মুখ আটকে যায়। তাতেই হয় রহস্যভেদ। প্রথমে মনে করা হচ্ছিল কোনও বর্জ্য পদার্থই রয়েছে। কিন্তু বস্তার মুখ খুলতেই নরকঙ্কালটি দেখতে পান তাঁরা।


আরও পড়ুন: এবার ঐত্রীর পরিবারকে চাপে ফেলতে নয়া কৌশল আমরি প্রধানের


খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানায়। পুলিস গিয়ে নরকঙ্কালটি উদ্ধার করে। এটি কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরই নরকঙ্কাল বলে জানা গিয়েছে। স্পষ্টত বোঝাই যাচ্ছে, খুন করে দেহ বস্তাবন্দি করে ফেলে রেখে যাওয়া হয়েছিল এখানে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।