শিক্ষক, পড়ুয়াদের থেকে খবরটা শুনেছিলেন! স্কুলে রান্নাঘরের দরজা খুলতেই চোখে পড়ল গোখরো
শুধু থাকাই নয়, রয়েছে একেবারে বহাল তবিয়তে। কখনও স্কুলের মাঠে, কখনও বারান্দায় ঘোরাঘুরি করছে একেবারে রাজকীয় মেজাজে।
নিজস্ব প্রতিবেদন: খবরটা কানে এসেছিল একাধিকবার। শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়াদের একাংশ, অনেকেই বেশ কয়েকবার ‘হেড স্যার’কে গিয়ে জানিয়েছিলেন সে কথা। কিন্তু নিজের চোখে তখনও প্রধান শিক্ষক দেখেননি সে দৃশ্য। বৃহস্পতিবার সকালে স্কুলের রান্নাঘরের দরজা খুলতেই তিনি যা দেখলেন, তাতে গায়ের লোম খাড়া হয়ে গেল তাঁরও। রান্নাঘরের দরজা পিছনে ঘাপটি মেরে ছিল লম্বা একটি গোখরো সাপ। মালবাজার মহকুমার দক্ষিণ ধুমসীগাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
একটানা বৃষ্টি। তাই আস্তানা খুঁজতে স্কুলের পাকা বাড়িই বেছে নিয়েছিল গোখরোটি। শুধু থাকাই নয়, রয়েছে একেবারে বহাল তবিয়তে। কখনও স্কুলের মাঠে, কখনও বারান্দায় ঘোরাঘুরি করছে একেবারে রাজকীয় মেজাজে। স্কুলের খুদে পড়ুয়ারা তো বটেই, ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন শিক্ষক শিক্ষিকা। বিষয়টি প্রধান শিক্ষক পরিমলচন্দ্র সরকারকে জানান তাঁরা।
আরও পড়ুন: এত বড় ইলিশ আগে কখনও দেখেছেন? দাবি রেখে বলতে পারি দেখেননি, দেখুন
মঙ্গলবার স্কুলের রান্নাঘরে কোনও কাজে ঢুকতে গিয়েছিলেন তিনি। তখনই চোখে পড়ে গোখরো সাপটিকে। স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠন ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার স্যোসাইটির সদস্যদের খবর দেন।
কয়েক ঘণ্টার চেষ্টায় সাপটিকে বস্তাবন্দি করা হয়। জানা গিয়েছে, ওই সাপটিকে কাঠামবাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।