নিজস্ব প্রতিবেদন:  রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে মার ধর করে ছিনতাই।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২নম্বর ব্লকের রায়দিঘি থানার অদূরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আপাতত ‘থামল’ রথ, পদযাত্রায় বিকল্প ভাবনা বঙ্গ বিজেপির


সোমবার   ভোর ৩ নাগাদ ৫ জনমত্স্য ব্যবসায়ী গদামথুরা হাসপাতাল মোড় থেকে ইঞ্জিন ভ্যান ভাড়া করে  খটির বাজারে মাছ কেনার জন্য যাচ্ছিলেন। হঠাত্ ফেরিঘাট থেকে কাশীনগর যাওয়ার সময়  ফাঁকা রাস্তার উপরে কাঠের গুঁড়ি দিয়ে পথ আটকানো দেখতে পান।চালক ভ্যান থামিয়ে দেন। তখনই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে মত্স্যজীবীদের ওপর হামলা করে। মারধোর করে  ৫ জনের কাছে থেকে ২৭ হাজার টাকা, ৬ টি মোবাইল ফোন  ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


আরও পড়ুন: বৈঠকে মিলল না অনুমতি, রথযাত্রা নিয়ে ফের বিজেপির মামলা হাইকোর্টে


এই ঘটনায় ভ্যান চালক সহ দুজন গুরুতর আহত হয়েছেন।  তাঁদেরকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের  ডায়মন্ডহারবার জেলা  হাসপাতালে স্থানান্তরিত করা হয়।