নিজস্ব প্রতিবেদন: SSKMএ চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড দুপুরে মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। সেখানে প্লাস্টার রয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে প্রচণ্ড ব্যথা রয়েছে। হাড়ে আঘাত লেগেছে। রক্ত পরীক্ষার রিপোর্টে সোডিয়ামের ঘাটতি মিলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর ট্রমাটিক কন্ডিশনের জন্য আজ আরও কিছু রেডিওলডিক্যাল পরীক্ষা হবে যেমন এক্স রে, সিটি স্ক্যান। বিকেলে আবার মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে দেখবে মুখ্যমন্ত্রীকে। যেরকম যেরকম রিপোর্ট আসবে, সেইরকম সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই।


আরও পড়ুন: Exclusive Video footage জি ২৪ ঘণ্টার কাছে, কীভাবে লাগল মমতার পায়ে


বুধবারই পায়ে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে দ্রুত কলকাতা ফিরে হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তিনি হাসপাতালের বেড থেকেই বার্তা দিলেন দলীয় কর্মী সমর্থকদের প্রতি। সকলকে শান্ত ও সংযত থাকতে অনুরোধ জানান তিনি। জানান, প্রয়োজন হলে হুইলচেয়ারেই করবেন ভোটের কাজ।