নিজস্ব প্রতিবেদন: সোমবার শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসের ১৮৬তম আবির্ভাবতিথি। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল বেলুড় মঠে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের (sri ramakrishna) ১৮৬তম জন্মতিথি উৎসব অবশ্য এবার একটু আলাদা ভাবে উদযাপিত হল। করোনা অতিমারী পরিস্থিতিতে এবার ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে মঠে।


আরও পড়ুন: ফলকনুমা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যহত ট্রেন চলাচল


তবে জন্মতিথি উপলক্ষে মঠে পূজা ও অনুষ্ঠান আয়োজনে কোনও ব্যত্যয় হয়নি। সোমবার ভোরে শ্রীরামকৃষ্ণ মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা বেলুড় মঠে (belur math)। এরপর হয় বেদপাঠ ও স্তবগান, ঊষা-কীর্তন। অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও হোম। এ ছাড়া শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে শ্রীরামকৃষ্ণ বন্দনা, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, গীতি আলেখ্য প্রভৃতি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। 


বিকালে অনুষ্ঠিত হবে ধর্মসভা। ধর্মসভার বিষয় শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী। ওই সভায় সভাপতিত্ব করেন স্বামী সুবীরানন্দ মহারাজ। তার পর মন্দিরে সন্ধ্যারতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।


আরও পড়ুন: WB Assembly Election 2021: ‘গোলকিপার মুখ্যমন্ত্রীর খেলা শেষ’, প্রচারে বেরিয়ে বিস্ফোরক প্রবীর ঘোষাল