বরুণ সেনগুপ্ত: বিধবা ভাতার টাকা-ই কাল হল ব্যারাকপুরের জেঠিয়া থানার অন্তর্গত পাল্লাদহের বাসিন্দা ৭৫ বছর বয়সী বৃদ্ধা ফুলজান বিবির। বিধবা ভাতার ১০ হাজার টাকার জন্যই নিজের জামাইয়ের হাতে খুন হতে হয়েছে তাঁকে। তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৪ জানুয়ারি নিজের ঘরের ভিতরই খুন হন জেঠিয়ার পাল্লাদহের বাসিন্দা ফুলজান বিবি। তদন্ত নেমে পুলিস বুঝতে পারে তাদের পরিবারের মধ্যে থেকেই কেউ এই কাজ করেছে। এরপরই রবিবার রাতে জেঠিয়া থেকেই খুন হওয়া বৃদ্ধার জামাই আখের আলি মল্লিককে গ্রেফতার করে পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পারে, বৃদ্ধা কিছুদিন আগে ব্যাংক থেকে তাঁর বিধবা ভাতা ১০০০০ টাকা একবারে তুলেছিলেন। আর সেই টাকার দিকেই নজর ছিল জামাইয়ের। 


রাত ১০টা- সাড়ে ১০টা নাগাদ জামাই প্রথমে বৃদ্ধার ঘরে ঢুকে টাকা চায়। টাকা না দেওয়ায় ছুরি দিয়ে বৃদ্ধা শাশুড়ি ফুলজান বিবির গলা কেটে দেয় অভিযুক্ত জামাই আখের আলি মল্লিক। তারপর দেহ সেই ঘরেই ফেলে রেখে বাড়ি ফিরে গিয়ে শুয়ে পড়ে সে। এমনটা হবে অনুমান করতে পেরে, ব্যাংক থেকে তোলা টাকা আগেই নিজের কাছে না রেখে প্রতিবেশীর কাছে রেখেছিলেন ফুলজান বিবি। কিন্তু শেষরক্ষা করো না। 


জামাইয়ের হাতে তাঁকে খুন হতে হয়। মায়ের খুনে জেঠিয়া থানায় অভিযোগ করেন আখের আলি মল্লিকের স্ত্রী রাজিয়া বিবি। নিজের ঘরের মধ্যেই উদ্ধার হয়েছিল বৃদ্ধার গলা কাটা দেহ। এই ঘটনায় এলাকা তীব্র চাঞ্চল্য ছড়ায়। ফুলজান বিবির মেয়েই সকালে এসে প্রথম ঘরের মধ্যে মায়ের গলা কাটা দেহ দেখতে পায়। 


আরও পড়ুন, Reels Death: রিলস বানাতে ট্রেনের মাথায়, হাইভোল্টেজ তারে স্পর্শ হতেই মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর... ভয়ংকর!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)