ওয়েব ডেস্ক : মদ্যপ বাবার মাতলামির প্রতিবাদ করে খুন ছেলে। ছুরি মেরে খুনের অভিযোগ বাবারই বিরুদ্ধে। ঘটনার দেরে উত্তপ্ত নদিয়ার হাঁসখালি থানার ভায়নার পশ্চিমপাড়া এলাকা। মৃতের নাম বিপুল বিশ্বাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়দের দাবি, বিপুলের বাবা গোলক বিশ্বাস প্রায় রোজই মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি করত। এজন্য বাবা-ছেলের মধ্যে মাঝেমধ্যেই গণ্ডগোল হত। গতকালও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি করে গোলক বিশ্বাস। মায়ের হয়ে প্রতিবাদ করেন বিপুল। তখনই গোলক বিশ্বাস ছেলের বুকে ছুরি মারে বলে অভিযোগ। চিত্‍কারে ছুটে আসেন  প্রতিবেশীরা। ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত।


রক্তাক্ত বিপুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এখনও ফেরার অভিযুক্ত বাবা।


আরও পড়ুন, অনাহারে, বিনা পোশাকে মানসিক নির্যাতন; জলপাইগুড়ির জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য!