নিজস্ব প্রতিবেদন: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির পাশে বোমা-গুলি এল কোথা থেকে? স্রেফ ভাটাপাড়ার তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের বাড়িতে তল্লাশি নয়, তাঁর ছেলে নমিত-কে আটক করল NIA। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিশানায় জগদ্দলের 'মজদুর ভবন'। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে একাধিকবার। এমনকী, বাড়ি লক্ষ্য করেও বোমাবাজি করেছে দুষ্কৃতীরা! তবে, গেটের সামনে CRPF-র বাঙ্কার থাকার কারণে বড় কোনও অঘটন ঘটেনি। কেন এই হামলা? নেপথ্যে কারা? NIA-কে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


আরও পড়ুন: Arjun Singh: ফের পাটশিল্প নিয়ে বৈঠক, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে দিল্লিতে অর্জুন সিং


গত ১২ মার্চ অর্জুন সিংয়ের বাড়ির পাশে উদ্ধার হয় ৪৫ বোমা, পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। অর্জুন-পুত্র বিধায়ক পবন সিংয়ে অভিযোগের ভিত্তিতে এই ঘটনারও তদন্ত শুরু করেছে NIA। এদিন সকালে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ে বাড়িতে হানা দেন তদন্তকারীরা। বাড়িতে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ জেরা করার পর আটক করা কাউন্সিলরের ছেলে নমিত সিং-কে।



এর আগে, মঙ্গলবার NIA তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বলেছিলেন, 'NIA যে মামলাগুলি নিয়েছে, সেগুলির দ্রুত তদন্ত হওয়া দরকার। স্থানীয় পুলিসের সাহায্য নিয়ে অপরাধ করছে অপরাধীরা। NIA-র আসার পর তাদের ভয় হয়েছিল। কিন্তু তদন্তে যদি কোনও ফল না হয়, তাহলে ভয় কেটে যেতে পারে'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)