কিরণ মান্না: শ্মশানের জমি কেলেঙ্কারি, পথবাতি নিয়ে অভিযোগের পর এবার সারদার বহুতল তৈরির মামলায় টানা জেরা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে। সোমবার প্রায় ৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কাঁথি থানা থেকে ছাড়া পেলেন সৌমেন্দু। থানা থেকে বেরিয়ে এসে সৌমেন্দু বলেন, পুলিসকে সবরকম সহযোগিতা করেছি। একাকীত্ববোধ কাটাতে বাড়ি থেকে গল্পের বই এনেছিলাম। সেগুলোও পড়তে দেওয়া হয়নি। বাড়ির খাবার খেতে দেওয়া হয়নি। সাত ঘন্টা চা-বিস্কিট খেয়ে কাটিয়েছি। পুলিস সূত্রে খবর, আজ সৌমেন্দুকে মূলত সারদা জমির মামলায় হারিয়ে যাওয়া ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেইসময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। এনিয়ে সৌমেন্দুর দাবি, প্রায় দেড় বছর তিনি চেয়ারম্যানের পদ ছেড়ে আসার পর আরও তিনজন সেই চেয়ারে বসেছেন। দুজন পৌর প্রশাসক ও বর্তমান চেয়ারম্যান। তাদেরকে নোটিশ করা হল না কেন? এনিয়ে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হবেন তিনি। আগামী শুক্রবার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'কিং কোহলি' থেকে 'মাস্টার ব্লাস্টার', কোন কিংবদন্তিরা রেস্তোরাঁর মালিক? ছবিতে দেখুন   


সৌমেন্দু অধিকারীকে টানা জেরায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। যেমন ২০১৯ সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা দেখার জন্য লন্ডনে পাড়ি দিয়েছিল সৌমেন্দু। সেইসম ১৮ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি। তাছাড়া একজন জনপ্রতিনিধি হিসেবে কোন সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি না নিয়ে তিনি বিদেশ গিয়েছিলেন। শুধু তাই নয় লন্ডনে তাঁর সঙ্গে গিয়েছিলেন তাঁর বেশ কয়েকজন সঙ্গীও। সেইসব সঙ্গীদেরও তলব করা হতে পারে।


কাঁথিতে সারদার বহুতল তৈরির মামলায় সারদা কর্তা স্পষ্ট ভাবে জানিয়েছে পুরসভায় ওই প্রকল্পের কাগজপত্রের জন্য ৬০ লাখ টাকা দেওয়া হয়। সে জায়গায় সৌমেন্দু অধিকারীর সাইন করা ৪০ লক্ষ টাকার নথি থাকলেও বাকি ২০ লক্ষ টাকার কোন মানি রিসিপ্ট নেই। এটা কেন, তার কোনও সদুউত্তর দিতে পারেননি সৌমেন্দু। বরং সৌমেন্দু অধিকারী জানিয়েছেন মানি রিসিট যেটা পাওয়া গেছে তাতে যে স্বাক্ষর সেটা তার নিজের নয়। সেটাও সিগনেচার এক্সপার্ট দিয়ে খতিয়ে দেখা হবে বলে পুলিস সূত্রে খবর। এছাড়াও যে সময় তিনি লন্ডনে যান সেই সময় চেয়ারম্যান হিসেবে সাড়ে ৬ হাজার টাকা সাম্মানিক ভাতা পেতেন। এককালীন এত মোটা অংকের টাকা কোথা থেকে এল তা খতিয়ে দেখবে পুলিস। সুদীপ্ত সেনকে চিনতেন না বলে আজকে জিজ্ঞাসাবাদে পুলিসকে জানিয়েছেন সৌমেন্দু। এমনটাই পুলিস সূত্রে খবর। এরপর আগামী শুক্রবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে সৌমেন্দুকে। তবে সেটি ভিন্ন একটি মামলায়। সেটি হল এক তৃণমূল নেতার বাড়িতে হামলা অভিযোগ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)