ওয়েব ডেস্ক: আজও অপরিবর্তিত দক্ষিণ দিনাজপুরের বন্যা পরিস্থিতি। জলের তলায় কুশমণ্ডি, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হিলি ও বালুরঘাটের বিস্তীর্ণ এলাকা। আগেই বিপদসীমা ছাড়িয়েছিল আত্রেয়ী, পুণর্ভবা নদী। আজ রাতেই আত্রেয়ীর জল বিপদসীমা ছাড়িয়ে পড়তে পারে। এমনই আশঙ্কা করা হচ্ছে। ফলে রাতটা জেগেই কাটিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। তবে কিছুটা স্বস্তি দিয়ে আর জল বাড়েনি টাঙন নদীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বালুরঘাটের খাড়ির জোড়া ব্রিজের স্লুইস গেট অকেজো। জলের তোড়ে বেঁকে গেছে গেট। হুহু করে জল ঢুকছে শহরে।বালুরঘাট শহর নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা। জেলার কুশমণ্ডির মালিগাঁও, গঙ্গারামপুরের শুকদেবপুর, কাঁটাতোর, কুমারগঞ্জের সোমজিয়া নতুন করে বানভাসি হয়েছে।


বালুরঘাট শহর সহ সমগ্র দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত  হয়েছে কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও কুশমণ্ডি ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত প্রায় লক্ষাধিক মানুষ।


দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি