অয়ন ঘোষাল: বেশি দেরি হওয়ার আগে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে করোনার (Covid) চতুর্থ ঢেউ (Fourth Wave) রুখে দিন। রাজ্যের প্রথম পুরসভা হিসেবে পথ দেখাল দক্ষিণ দমদম (South Dumdum)। নিজের দফতরের যাবতীয় পরিকাঠামো নিয়ে সোমবার পথে নামলেন দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সঞ্জয় দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল সাড়ে এগারোটা। সপ্তাহের প্রথম কাজের দিনে জনবহুল নাগেরবাজার। বেশিরভাগ পথচারীর মুখে মাস্ক নেই। মাস্ক পরার অভ্যাসটাই চলে গিয়েছে। পুরকর্মীরা তাই হাতে হাতে মাস্ক তুলে দিলেন। কিছু পথচারীর হালকা কাশি। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে বলে এড়িয়ে যাচ্ছিলেন। রেহাই মিলল না। ধরে ধরে করানো হল RT-PCR টেস্ট। পুরসভার ল্যাবেই টেস্ট হবে। পরীক্ষার রিপোর্ট আসবে ৭২ ঘণ্টার মধ্যে। ততদিন বাড়িতে নিজেকে আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হল। 



এখনও দ্বিতীয় ডোজ নেননি? বুস্টার ডোজে অনীহা? আর অজুহাত চলবে না। কুপন নিন। যে কোনও দিন দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে আসুন। সকাল ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে নিয়ে নিন ভ্যাকসিনের বকেয়া ডোজ। এই ত্রিমুখী সচেতনতা ড্রাইভ সোমবার থেকে শুরু হল গোটা দক্ষিণ দমদম পুর এলাকার একাধিক স্ট্রিট ক্যাম্পে। জানালেন দক্ষিণ দমদম পুরসভার সিআইসি স্বাস্থ্য সঞ্জয় দাস। শুধু একদিনের ক্যাম্পেই থেমে যাওয়া নয়। রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০০ ছুঁই ছুঁই। তাই আগামী তিন দিন টানা এই ড্রাইভ চলবে। সাময়িক বিরতির পর আবার হবে আগামী সপ্তাহে। 


আরও পড়ুন, Medicine Price Cut: একলাফে অনেকটা সস্তা হচ্ছে সুগারের ওষুধ, কমছে রক্তচাপ সহ ৮৪ জরুরি ওষুধের দাম


Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে ধৃত হাসনাবাদের যুবক, তোলা হল আলিপুর আদালতে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)