নিজস্ব প্রতিবেদন: রাজ্য পুলিসের শীর্ষ পদে ফের রদবদল। মুখ্যমন্ত্রীর সফরের আগেই বদলি করা হল ঝাড়গ্রামের পুলিস সুপারকে। নতুন  ADG(CID) হলেন আর রাজশেখরন। IG (DEO)-র অতিরিক্ত দায়িত্ব পেলেন ব্যারাকপুরের পুলিস সুপার মনোজ ভার্মা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্রেফ  ADG (STF) নয়, ADG(CID) পদেও ছিলেন জ্ঞানবন্ত সিং। এবার দায়িত্ব কমল তাঁর। এখন শুধুমাত্র ADG (STF) পদে রইলেন জ্ঞানবন্ত। DEO ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল জয়ন্ত বসুকে। ওই পদে এলেন এন আর বাবু।


আরও পড়ুন: Udayan Guha: '১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন উদয়ন গুহ', বিস্ফোরক অভিযোগ ফরওয়ার্ড ব্লকের


জঙ্গলমহলে ফের 'মাওবাদী আতঙ্ক'। মাওবাদীদের নাম করে পোস্টার পড়েছে ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায়। চলতি মাসেই যখন সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, তখন বদলি করে দেওয়া হল ঝাড়গ্রামের পুলিস সুপারকে বিশ্বজিৎ ঘোষ। নতুন পুলিস সুপার হলেন অরিজিৎ সিনহা।


আরও পড়ুন: Purulia: কেন বাজানো হচ্ছে সাউন্ড বক্স? বিয়েবাড়িতে পুলিসের লাঠিচার্জ, গুলি!


এদিকে হাঁসখালিকাণ্ডে সময় রানাঘাটের পুলিস সুপার ছিলেন সায়ক দাস। দিন কয়েক আগে বদলি করা হয়েছে তাঁকে। রদবদল ঘটেছে মালদহ ও ডায়মন্ড হারবারের পুলিস সুপার পদেও।