নিজস্ব প্রতিবেদন: হিসেবে কোনও গলদ আছে কিনা তা ধরতে স্পেশাল অডিট শুরু হল মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে। বৃহস্পতিবার রাজ্য অর্থ দফতরের ৩ প্রতিনিধি ব্য়াঙ্কে এসে কাগজপত্র খতিয়ে দেখেন। শুক্রবার তাঁরা যাওয়ার সময় বলে যান, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ফের তারা আসবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেদিনীপুর শহরের কোতয়ালি বাজারের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান শুভেন্দু।


আরও পড়ুন-রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার: Suvendu  


উল্লেখ্য, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছিলেন, যেখানে সরকার অভিযোগ পাবে সেখানেই তদন্ত হবে। দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করতে বাধ্য। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, দেখতে হবে কত বেনামি অ্যাকাউন্ট রয়েছে। ভূতেদের নামে কত অ্যাকাউন্ট আছে। সেই ভূতদের তো খুঁজে বার করতে হবে। সেইমত অর্থ দপ্তরের তিন সদস্যের টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।



স্পেশাল অডিট নিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের জেনারেল ম্যানেজার সজল রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি। অন্যদিকে ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ স্পেশাল অডিটের কথা মানলেও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি।


আরও পড়ুন-ওয়েলে নেমে নজিরবিহীন বিক্ষোভ বিজেপির, ভাষণ শেষ না করেই বিধানসভা ছাড়লেন রাজ্যপাল  


অন্যদিকে বিজেপির দাবি,এতদিন অডিট হয়নি। এখন হচ্ছে কারণ শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) চক্রান্ত করে হেনস্থা করার চেষ্টা চলছে। যখন তিনি তৃণমূলে ছিলেন তখন ভালো ছিলেন, এখন তিনি বিজেপির একজন গুরুত্বপূর্ন নেতা তাই তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকার যতই চেষ্টা করুক সেটা সম্ভব হবে না। শুভেন্দু অধিকারীর ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)