মুখ্যমন্ত্রীর অনুরোধে পাহাড়ে আটকে থাকা পর্যটকদের জন্য বিশেষ বিমানের বন্দোবস্ত
বাগডোগরা থেকে প্রথম বিমানে কলকাতায় পৌছেছেন উদ্বিগ্ন পর্যটকরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বিমানে করে কলকাতায় আনা হয়েছে আক্রান্ত এক পুলিস কর্মীকেও। মুখ্যমন্ত্রীর অনুরোধে আটকে থাকা পর্যটকদের জন্য দুটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। আগামিকাল বাগডোগরা থেকে দুটি বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া ও স্পাইস জেট। বেলা তিনটে চল্লিশে ছাড়বে এয়ার ইন্ডিয়ার বিমানটি। স্পাইসজেটের বিমানটি ছাড়বে সন্ধে ছটা পয়ত্রিশে।
ওয়েব ডেস্ক : বাগডোগরা থেকে প্রথম বিমানে কলকাতায় পৌছেছেন উদ্বিগ্ন পর্যটকরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বিমানে করে কলকাতায় আনা হয়েছে আক্রান্ত এক পুলিস কর্মীকেও। মুখ্যমন্ত্রীর অনুরোধে আটকে থাকা পর্যটকদের জন্য দুটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। আগামিকাল বাগডোগরা থেকে দুটি বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া ও স্পাইস জেট। বেলা তিনটে চল্লিশে ছাড়বে এয়ার ইন্ডিয়ার বিমানটি। স্পাইসজেটের বিমানটি ছাড়বে সন্ধে ছটা পয়ত্রিশে।
আরও পড়ুন, CBI অফিসার সেজে ডাকাতি বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে
আরও পড়ুন, অল্প দিনের মধ্যে কোচবিহার-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে