নিজস্ব প্রতিবেদন: আজ, শুক্রবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে সকাল থেকেই তাঁর জন্মভিটে হুগলীর কামারপুকুর, বেলুড়মঠ-সহ একাধিক জায়গায় একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। বেদপাঠ, প্রার্থণা, স্তবগান, ভজন, সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মজয়ন্তী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৮৩৬ সালে হুগলীর কামারপুকুরের এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন গদাধর। তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী। পরবর্তী কালে পিতার ইচ্ছায় গয়াতে গদাধর চট্টোপাধ্যায় বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন। এর পর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক উদার মানব ধর্মের প্রসার করেছিলেন তিনি। নারীকে তিনি মাতৃ রূপে এবং শক্তি রূপ হিসেবে সমাজের কাছে তুলে ধরেছিলেন। স্বামী বিবেকানন্দ, কেশব চন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রীর মতো প্রখ্যাত ব্যক্তিত্বরা তাঁর আদর্শে প্রভাবিত ও দীক্ষিত হন।


দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত হাজির হয়েছেন রামকৃষ্ণদেবের জন্মভিটে কামারপুকুরে। বেলুড়মঠেও ভক্তদের ভিড়ে তিল ধারনের জায়গা নেই। এর পর সারাদিন ব্যপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে রামকৃষ্ণ পরমহংসের স্মরণ।