নিজস্ব প্রতিবেদন: পাচারের ছক বানচাল। উত্তরবঙ্গের নকশালবাড়ি (Naxalbari) এলাকা থেকে প্যাঙ্গোলিন (Pangolin) উদ্ধার করল সশস্ত্র সীমা বল (SSB)। গ্রেফতার করা হল ৪ জনকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কে অভিযান চালান SSB-র  ৪১ নম্বর ব‍্যাটেলিয়ানের জওয়ানরা। জাতীয় সড়কে একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়িতে তল্লাশি চালিয়েই পাওয়া যায় প্যাঙ্গোলিনটি। ধৃতেরা হল ফিরোজ খান, ঝরিয়া হেমব্রম, ইক্রামুল হক ও অমিত বসুমাতা। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তাঁরা।


আরও পড়ুন:  Video: হাওড়ায় পুলিস পরিচয়ে তোলাবাজি! অভিযুক্তকে গণপিটুনি


বন দফতর সূত্রে খবর, যে প্যাঙ্গোলিনটি উদ্ধার হয়েছে, সেটি ‘চিনা প্যাঙ্গোলিন’ প্রজাতির। অসমের বারোবিসা সংলগ্ন এলাকা থেকে নিয়ে আসার, পর বাগডোগরা হয়ে প্যাঙ্গোলিনটিকে নেপালে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। এর আগে, উত্তরবঙ্গেরই খড়িবাড়ি এলাকা থেকে ১৩ টিয়াপাখি-সহ গ্রেফতার করা হয়েছিল ১ জনকে।


আরও পড়ুন: Goat: একটি মাথা, দুটি দেহ, আটটি পা! 'অদ্ভূত দর্শন' ছাগল শাবককে ঘিরে হই চই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)