ফিরছে স্টাফ সিলেশন কমিশন, তবে কি খুলবে গ্রুপ ডি-র দরজা
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ২০১১-য় তৈরি হয় স্টাফ সিলেকশন কমিশন। তাদের নিয়োগের স্বচ্ছতা থেকে প্রথম থেকেই প্রশ্ন ছিল। পরিকাঠামোর অভাবে-সহ নানা অভিযোগ বার বার উঠেছে স্টাফ সিলেকশন কমিশনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ২০১৭ সালে স্টাফ সিলেকশন কমিশন তুলে দেয় রাজ্য।
নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের গ্রুপ ডি-র শূন্যপদে হবে প্রচুর নিয়োগ। তাই স্টাফ সিলেকশন কমিশন ফেরাচ্ছে তৃণমূল সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হবে এই বিল।
রাজ্য সরকারি চাকরিতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে নিয়োগ হত বাম জমানায়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ২০১১-য় তৈরি হয় স্টাফ সিলেকশন কমিশন। তাদের নিয়োগের স্বচ্ছতা থেকে প্রথম থেকেই প্রশ্ন ছিল। পরিকাঠামোর অভাবে-সহ নানা অভিযোগ বার বার উঠেছে স্টাফ সিলেকশন কমিশনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ২০১৭ সালে স্টাফ সিলেকশন কমিশন তুলে দেয় রাজ্য। ফের একবার প্রচুর গ্রুপ ডি কর্মী নিয়োগের লক্ষ্যে ফিরছে স্টাফ সিলেকশন কমিশন। আগামীকাল বিধানসভায় পেশ হবে সেই বিল।
সফল এনজিওপ্লাস্টির পর ওয়ার্ডে রাখা হয়েছে অশোক ভট্টাচার্যকে, জানাল হাসপাতাল
রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে তৃণমূল বুঝতে পেরেছে শুকনো কথায় চিঁড়ে ভিজবে না। যুব সমাজকে চাকরি না দিলে মিলবে না ভোট। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের বিরুদ্ধে সরকারি চাকরিতে নিয়োগে গড়িমসির অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত তাই ব্যাপক নিয়োগের পথে হাঁটতে চলেছে সরকার। এখন চলছে তারই সলতে পাকানোর পালা।