নিজস্ব প্রতিবেদন- রাজ্যের করোনা পরিস্থিতি রোজই ভয়াবহ আকার ধারণ করে চলেছে।  রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ১৯ হাজার ৪৫৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে ৬৩৬ জন, তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ জন। আশার কথা একটাই যে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৭৫।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেহ প্যাকিং করেই দায় সেরেছে পুরসভা, ১৮ ঘণ্টা ঘরেই পড়ে করোনা রোগীর মৃতদেহ


এদিকে দৈনিক মৃত্যুতে ফের সবার আগে উত্তর ২৪ পরগনা। উত্ত ২৪ পরগনা জেলাতেই দৈনিক মৃত্যু হয়েছে ৪২ জনের। আর ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৭১ জন। এরপরেই রয়েছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। এপ পাশাপশি উদ্বেগে রাখছে হুগলি, হাওড়া, নদিয়া, বীরভূমের সামগ্রিক করোনা পরিস্থিতিও।