নিজস্ব প্রতিবেদন : করোনার প্রতিরোধে ওষুধ মিলছে বলে প্রচার চালিয়ে চড়া দামে স্টেরয়েড ট্যাবলেট বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিস। ধৃতের নাম সুজিত বিশ্বাস। বাদুড়িয়া সলুয়া গ্রামে নতুনপল্লিতে বাড়ি সুজিতের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধৃতের কাছ থেকে ৩০০-র উপর  স্টেরয়েড ট্যাবলেট উদ্ধার করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, বাদুড়িয়ার সলুয়া বাজারে ওষুধের দোকান সুজিত বিশ্বাসের। গত কয়েকদিন ধরে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে ওষুধ মিলছে বলে প্রচার করছিলেন। এরপরই এলাকার বহু মানুষ তাঁর কাছে থেকে সেই ট্যাবলেট কেনেন। 


পরে স্থানীয়দের মধ্যেই একজনের সন্দেহ হয়। তিনি পুলিসকে খবর দেন। পুলিস তল্লাশি চালাতে গিয়ে দেখে, ৩০ টাকা থেকে ৮০ টাকা জোড়া এই হিসেবে দেদার বিক্রি করা হচ্ছে স্টেরয়েড ট্যাবলেট। যেগুলি আদতে ম্যালেরিয়ায় ওষুধ বলে জানা যাচ্ছে। এরপরই  সুজিতকে গ্রেফতার করে তাঁর ওষুধের দোকান সিল করে দেয় পুলিস।