ওয়েব ডেস্ক : পাহাড় আন্দোলনে কি এবার রণকৌশল বদল গোর্খা জনমুক্তি মোর্চার? সেকারণেই কি এবার বিমল গুরুংয়ের অনুপস্থিতিতে, দলের পরবর্তী রণকৌশল ঠিক করতে দায়িত্ব দেওয়া হয়েছে বিনয় তামাংকে? মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাঁকে মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। UAPA ধারায় দুটি এবং একটি খুন সহ একাধিক মামলায় জড়িয়ে পড়ায় পুলিস এবং প্রশাসনের চাপে দীর্ঘ দিন ধরে দলের সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছেন মোর্চা সুপ্রিমো। এই অবস্থায় দলের অন্য নেতাদের সঙ্গে কর্মীদের সংযোগস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে বিনয় তামাংকে। কারণ মোর্চার শান্তিপূর্ণ আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে যথেষ্ট জনপ্রিয় বিনয় তামাং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাহাড়ের শান্তি ফেরাতে 'কথা বলতে রাজি' মমতা


অন্যদিকে সাম্প্রতিককালে পাহাড়ে যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তার পেছনে হাত রয়েছে যুব মোর্চার। এমনটাই দাবি গোয়েন্দাদের। আর মোর্চার যুব নেতাদের নিয়ন্ত্রণ করেন বিমল গুরুং। ফলে বিনয় তামাংকে সামনে রেখেই দ্বিমুখী কৌশলে পাহাড় আন্দোলন চালিয়ে যেতে উদ্যোগী মোর্চা। শুধু তাই নয়, আগামী দিনে সর্বদল বৈঠকেও মৌর্চার মুখ হিসেবে দেখা যাবে বিনয় তামাংকেই। যদিও পুলিস ও প্রশাসনের মতে বিনয় তামাংকে সামনে রেখে, আসলে আন্দোলনের রাশ নিজের হাতেই রাখলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।