দেবব্রত ঘোষ: স্কুলে দুষ্টুমি করার অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক  মারধরের অভিযোগ উঠল সরকারি অনুদান প্রাপ্ত এক উর্দু মিডিয়াম স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র এখন ভর্তি হাওড়া জেলা হাসপাতালে। আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-১৫-র বদলে ২০ বছর বাসের আয়ু! দুর্ঘটনা রুখতে চেয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য...


ঘটনার সূত্রপাত গত শুক্রবার। জানা গিয়েছে টিকিয়াপাড়ার উর্দু মাধ্যম স্যার সৈয়দ আহমেদ হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মহম্মদ আলী রাজ (১৩) স্কুলে বন্ধুদের সঙ্গে খেলার সময় দুষ্টুমি করে বলে অভিযোগ। স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি শাহাজাদা সেলিম খবর পেয়ে ওই ছাত্রকে ডাকেন। মহম্মদ আলী রাজ তার কাছে অপরাধ স্বীকার করে ক্ষমাও চায়। এরপর শাহজাদা সেলিম তাতে সন্তুষ্ট না হয়ে প্রথমে তাকে কান ধরে ওঠবোস করায়। এরপর তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন তার বাবা মহম্মদ রিজওয়ান। মারের চোটে তার কান দিয়ে এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে। স্কুল থেকে তার বাবাকে ফোনে খবর দিলে তার বাড়ির লোকজন স্কুলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই সে এখনও চিকিৎসাধীন। তার নাক এবং কানের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন বলে জানিয়েছে হাসপাতাল।


এদিকে এই ঘটনার পর ওই ছাত্রের মা লিখিতভাবে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিস। ওই ছাত্রের বাবার আরো অভিযোগ পুলিসে অভিযোগ করার পর তাকে স্কুল থেকে নানা ভাবে চাপ দেওয়া হচ্ছে। টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য তাদের কাছে টোপ দেওয়া হয়েছে। যদিও তিনি জানান কোনভাবেই তিনি অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তাই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।


এদিন স্কুলে গিয়ে পরিচালন কমিটির সেক্রেটারির কোনো দেখা পাওয়া যায়নি। ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তিনি মোবাইল সুইচ বন্ধ করে দেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)