নিজস্ব প্রতিবেদন : ছাত্র আন্দোলনে গুলি। মৃত্যু এক প্রাক্তন ছাত্রের। অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের ইসলামপুর। মৃতের নাম রাজেশ সরকার। ইসলামপুর আইটিআই কলেজের ছাত্র ছিল সে। আহত হয়েছেন কয়েকজন গ্রামবাসীও। আক্রান্ত হয়েছে পুলিসও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন,বাবা অজ্ঞাত, সদ্যোজাতকে নিয়ে স্টেশনেই পড়ে রইল মা, দায় এড়াল রেল


মঙ্গলবার থেকে ঘটনার সূত্রপাত। এদিন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। রণক্ষেত্র হয়ে ওঠে ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুল। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিস। অভিযোগ, আচমকা লাঠিচার্জ করতে শুরু করে পুলিস। তারপরই গুলি ছোঁড়ে। এমনকি বোমাও ছোঁড়ে পুলিস।



আরও পড়ুন, মায়ের পাশে ঘুমিয়েছিল ৯ মাসের শিশু, ঘুমের ঘোরে হামাগুড়়ি দিয়ে পড়ে মৃত্যু


এই ঘটনায় সম্পূর্ণরূপে পুলিসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন গ্রামবাসীরা। জানা গেছে, স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভের সূত্রপাত। দাঁড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আন্দোলনে নামে ছাত্ররা। এদিন সেই শিক্ষককে স্কুলে দেখেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। অভিযোগ, ছাত্রীদের গায়েও হাত দেয় পুলিস। শ্লীলতাহানি করারও চেষ্টা করেন পুলিসকর্মীরা।