নিজস্ব প্রতিবেদন: NEET এবং JEEএর পরীক্ষার ৯০ শতাংশ ছাত্র-ছাত্রীরাই রাজি। বিঘ্ন ঘটাচ্ছেন মমতা। এমনই মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ যাবার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একহাত নেন বিজেপি নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেন্দ্রীয় রাজনীতি না দেখে রাজ্য রাজনীতি দেখুক। উনি করেঙ্গে ইয়া মরেঙ্গে বলছেন, উনি বাংলাকে হিংসার রাস্তায় নিয়ে যাচ্ছেন। আমরা ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা বন্ধ হবে। রাজনীতি হবে  স্বচ্ছ। 


বাংলার মানুষ গণতন্ত্রতে বিশ্বাস করেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো গণতন্ত্র নয় হিংসাতে বিশ্বাসী বলে অভিযোগ করেন কৈলাস। পাশাপাশি বাংলা শিক্ষায় পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেন কৈলাস বিজয়বর্গীয়।


নীট এবং জি পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, "দিদি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন, ঠিক যেভাবে বাংলাকে নষ্ট করেছেন সেই ভাবে। তাঁর কথায়, "দিদির উচিত এই মুহূর্তে এই সমস্ত বিষয়ে মাথা না ঘামিয়ে আঞ্চলিক সংগঠন ও রাজনীতিটা ভাল করে দেখার।