নিজস্ব প্রতিবেদন: স্কুলের দখল হওয়া জমি চব্বিশ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ি বেলাকোবা হাইস্কুলের পড়ুয়ারা নজির সৃষ্টি করল। রবিবার স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে কিছু দুষ্কৃতী জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষ করে দেয়। ঘরও বানায়। যারা জমি দখল করে তাদেরই পূর্বপুরুষরা স্কুলকে ওই জমি দান করেছিল। জমি ফের দখলে নিয়ে চাষ করে ঘর বানায় তারা। কিন্তু পড়ুয়ারা সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলাকোবার বাসিন্দা অমলেন্দু ভৌমিক জানান, গতকাল বেলাকোবার প্রধান পাড়া থেকে কিছু ছেলে এসে বলপূর্বক এই জমি দখল করে। তাদের পরিবারের লোকেরা স্কুলকে এই জমি দান করেছিলেন। স্কুলের কাছে জমির আইনি কাগজও রয়েছে।


আরও পড়ুন- পণের টাকা না মেটানোয় স্ত্রীর কিডনি বিক্রি করে দিল স্বামী!


স্কুল পরিচালন সমিতির সভাপতি রনবীর মজুমদার বলেন, "এই জমিতে দীর্ঘদিন ধরে স্কুলের খেলা হয়। এই জমি স্কুলেরই। গতকাল এই জমিতে ট্রাক্টর দিয়ে চাষের পর অস্থায়ী ঘর বানিয়ে জমি ঘিড়ে দেওয়া হয়েছিল। আমরা আজ জমি দখলমুক্ত করলাম। যারা এই কাজ করেছে তারা ভবিষ্যৎ এ এই কাজ যেন আর না করে। আমরা বিষয়টি ডি আই কে জানাবো।"