নিজস্ব প্রতিবেদন:  করোনার জন্য এ বছর হলে বসে পরীক্ষার দেওয়ার পাননি। উচ্চমাধ্যমিকে মূল্যায়ণ পদ্ধতি নিয়ে ক্ষোভ চরমে পড়ুয়াদের। ফল প্রকাশের পর জেলায় জেলায় চলল বিক্ষোভ। বাদ গেল না পথ অবরোধও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নদিয়ার তেহট্টের পাথরঘাটা শাহাবুদ্দিন হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৫২। পাস করেছেন মাত্র ৬৮ জন। বাকিরা কেন অকৃতকার্য হলেন? শিক্ষকদের আটকে রেখে স্কুলে চলল বিক্ষোভ। শেষপর্যন্ত পুলিস ও প্রশাসনের  আধিকারিকদের মধ্যস্ততায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


উচ্চমাধ্যমিকে 'খারাপ ফল'। এদিন রেজাল্ট হাতে পাওয়ার পর উত্তর ২৪ পরগনার টাকিতে টানা ২ ঘণ্টা পথ অবরোধ করে রাখলেন ৮৫ জন ছাত্রী। তাঁরা সকলেই টাকী এস এল গালর্স হাইস্কুলের পড়ুয়া। এমনকী, পুলিস ঘটনাস্থলে যাওয়ার পর বিক্ষোভে থামেনি! উল্টে ছাত্রীরা সাফ জানিয়ে দেয়, 'আমাদের পাস করাতে হবে, না হলে অবরোধ চলবে'। শেষপর্যন্ত অবরোধ উঠলেও দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় স্কুলের প্রধানশিক্ষিকাকে। সবাইকে কেন পাস করানো হল না? হাওড়ার আন্দুলেও পথ অবরোধ করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। উলুবেড়িয়ার তেহট্ট হাইস্কুলে আবার স্টাফরুমে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা। তাঁদের দাবি, প্রোজেক্টে কম নম্বর দিয়েছেন স্কুলের শিক্ষকরা। সেকারণেই পরীক্ষা পাস করতে পারেননি। বহরমপুর-সহ মুর্শিদাবাদে রীতিমতো ভাঙচুর চলল বিভিন্ন স্কুলে।


আরও পড়ুন: কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রুমানা সুলতানা, ঘোষণা মুর্শিদাবাদের জেলাশাসকের


বীরভূমের বোলপুর  শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪২ পড়ুয়া অকৃতকার্য হয়েছেন উচ্চমাধ্যমিকে। স্রেফ পড়ুয়ারাই নন, স্কুলে গিয়ে শিক্ষিকাকে ঘেরাও করলেন অভিভাবকরা। কেন? বিক্ষোভকারীদের দাবি, অন্যন্য স্কুলে বেশিরভাগ পরীক্ষার্থী পাস করে গিয়েছেন। শুধুমাত্র এই স্কুলেই এতজন ছাত্রী ফেল করেছে! একই পরিস্থিতি হুগলির চন্দননগর ও নদিয়ার শান্তিপুরেও।


আসানসোলের সালানপুর যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনে আবার উচ্চমাধ্যমিকে রেজাল্টই পেলেন না  ৯৪ জন পড়ুয়ারা। পাস করেছেন না ফেল? বিভ্রান্তি চরমে। যথারীতি বিক্ষোভ চলল সেখানেও। আসানসোলের ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ি বিদ্যামন্দিরেও পাস করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন কয়েকজন পড়ুয়ারা। বাদ নেই উত্তরবঙ্গেও। কোথাও পথ অবরোধ, তো কোথাও আবার আটকে রাখা হল শিক্ষক-শিক্ষিকাদের। জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের দিনভর চলল বিক্ষোভ। দুশোর জনের মধ্যে অর্ধেকই ফেল! উত্তর দিনাজপুরের চোপড়ায় পথ অবরোধ করলেন পড়ুয়ারা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)