সংসারে অশান্তি, ডিউটিরত অবস্থায় নিজেকেই গুলি করলেন সাব ইন্সপেক্টর
বছর দেড়েক আগে সাব ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি হয় বিশ্বনাথের।
নিজস্ব প্রতিবেদন : নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন রাজ্য পুলিসের এক সাব ইন্সপেক্টর। মৃতের নাম বিশ্বনাথ মণ্ডল। বাঁকুড়া জেলা পুলিসের শালতোড়া থানায় কর্মরত ছিলেন তিনি। বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানা এলাকায়।
পুলিস সুত্রে জানা গেছে বছর দেড়েক আগে সাব ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি হয় বিশ্বনাথের। এরপরই তাঁর প্রথম পোস্টিং হয় শালতোড়া থানায়। বৃহস্পতিবার সকাল আটটা থেকে থানায় টেবিল ডিউটি শুরু করেন তিনি। ডিউটি শেষ হবার কথা ছিল পরের দিন সকাল আটটায়। কিন্তু বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ হঠাতই নিজের নাইন এম এম পিস্তল দিয়ে কানের নীচে গুলি করেন বিশ্বনাথ।
গুলির আওয়াজ শুনে পুলিস বারাক থেকে ছুটে আসেন অন্যান্য পুলিসকর্মীরা। তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় থানার মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছেন বিশ্বনাথ। তড়িঘড়ি তাঁকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সকরা বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন, রাজকোষের অপচয় রুখতে মধ্যাহ্নভোজের মেনুতে বাদ ইলিশ-চিংড়ি-মাটন
প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, সাংসারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন বিশ্বনাথ মন্ডল। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শালতোড়া থানার পুলিস ।