নিজস্ব প্রতিবেদন: আহত পথচারীকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী। সোমাবার হলদিয়া আসার পথে মহিষাদল ৪১ নং জাতীয় সড়কে এক আহত পথচারীকে দেখতে পান মন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎক্ষনাৎ চালককে গাড়ি থামানোর নির্দেশ দিয়ে আহত পথচারীর সাহায্যে এগিয়ে আসেন তিনি। এরপর আহতকে নিজের সিকিউরিটি ভ্যানে তুলে সোজা তমলুক হাসপাতালে নিয়ে যান তিনি। তাঁর নির্দেশেই হাসপাতালে চিকিৎসা শুরু হয় আহত ব্যক্তির। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে হামেশাই এই ধরনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই আহত  শক্তিপদ কামিলা মহিষাদলের বাসিন্দা। রাস্তা চলাচলের সময়ই তাঁকে ধাক্কা মারে অনিয়ন্ত্রিত একটি লড়ি। আর ধাক্কা মারার পর সময় নষ্ট না করে লড়ি নিয়ে চম্পট দেয় চালক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে পুলিসকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সূত্রের খবর পরিবহণ মন্ত্রী বলেছেন, "ঘাতক লড়ির খোঁজ করে লড়িটি আটক করতে হবে। প্রয়োজনে চালককে গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থাও নিতে হবে।" তমলুক হাসপাতাল সূত্রের খবর, শক্তিপদ কামিলা এখন অনেকটাই সুস্থ।  


আরও পড়ুন- জীবন বাজি রেখে স্কুলের কম্পিউটার চুরি রুখলেন নৈশ প্রহরী