নিজস্ব প্রতিনিধি: কেউ এসেছেন পুণ্যার্জনের ডুব দিতে। কেউ আবার পিতৃতর্পনের জন্য। কেউ কেউ আবার পুণ্যার্জনের জন্য গো দান করলেন। কাতারে কাতারে মানুষের ভিড়ে গঙ্গাসাগর হয়ে উঠল রঙীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: গাড়ি করে এসে হাসপাতালে ফেলে দেওয়া হল অর্ধনগ্ন মহিলার দেহ!


এ সাগরে এসেছেন রাজ্যের মন্ত্রীরাও। কাজও করেছেন, পুণ্যের ডুবও দিয়েছেন। লাখো পুণ্যার্থীর স্নান।  সাগরের জলে অনেকে দিয়েছেন দানের পয়সা। ঢেউয়ে সেই পয়সায় ফিরে আসছে সমুদ্রতটে।


সাগরসঙ্গম যেন বৈতরণীর এন্ট্রি পয়েন্ট। শুধু পুণ্যস্নান নয়, চলেছে পারলৌকিক কাজ, গো দান। পারানির কড়ি দিয়ে গরুর লেজ ধরে  পূর্বপুরুষকে  ঘাট পার করিয়ে দেওয়ার রীতি মেনেছেন অসংখ্য মানুষ।


আরও পড়ুন: রাত হতেই টালির চালে পড়ছে ইট, দিনেরবেলায় বাড়ি ভাঙচুর, পুরুষশূন্য এলাকা


কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে একবার এলে সাগর মেলায় দেখার অনেক কিছুই বাদ থেকে যাবে। তাই  ফি বছর আসতেই হয় মহামানবের সাগরতীরে।